এই Post এ আমি দেখাবো কিভাবে Odesk এ Registration বা
Signup করতে হয়। প্রথমে www.odesk.com এই link যান। Sign up এ
Click করুন।
এখান থেকে ছবিতে টিক চিহ্ন (I need a job) দেওয়া অংশের Sign Up এ Click করতে হবে। আমরা যারা Worker তাদের জন্য এই Option প্রোযোজ্য আর যারা Employer তাদের বাম পাশের এ Click করতে হবে। এরপর নিচের ছবির মত Window আসবে।
এখানে সব Information গুলো সঠিক ভাবে দিতে হবে।
First Name : আপনার আসল নামের প্রথম অংশ নির্ভুল ভাবে লিখবেন।
Last Name : নামের শেষ অংশ লিখতে হবে।
Email : এইখানে আপনার Mail Address টা দিবেন, তবে শুধু Odesk এ কাজ করার জন্যে
আলাদা একটা mail address ব্যবহার করলে ভালো হয়।
City : আপনার জেলার নাম দিবেন।
Country : অবশ্যই Bangladesh, যদিও এটা দেওয়া থাকে।
Username : এখানে আপনি একটা নাম দিবেন, যেটা দিয়ে আপনি Odesk এ Sign in করবেন।
Password : ্একটা গোপন কোড দিবেন যেটা আপনি ছাড়া অ্ন্য কেউ জানবে না।
Re type Pass: পুনরায় এখানে Password টি দিতে হবে।
How did you hear about oDesk: এথানে যেকোন একটা Select করে িদিতে হবে।
এরপর Captcha তে পেচান শব্দগুলোকে হুবহু লিখতে হবে, এবং তারপরে সবুজ রং এর Get Started লিখা Button এ Click করতে হবে।
এখানকার কাজ আপাতত শেষ। এবার Verification করতে হবে।আপনি যে mail address দিয়ে Sign up করেছেন সেই mail account open করতে হবে। এখানে oDesk থেকে একটা mail পাওয়া যাবে।ঐ mail এ একটা Verification link থাকবে যেটাতে Click করতে হবে।
এরপর আপনি আপনার Odesk Account এ Log in করতে পারবেন।
পরের Post এ Profile Complete করা দেখাবো