Alexa Internet ( Alexa Internet):

www.alexa.com   সাইটটি ক্যালিফোর্নিয়ার আমাজন সাইটের একটি সাবসিডিয়ারি সাইট এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইটের সম্পর্কে তথ্য পাওয়া যায় এই ওয়েব ইনফরমেশন কোম্পানি থেকে আরো জানা যায় ওয়েব ট্রাফিক সম্পর্কে রিপোর্ট ওয়েবসাইটের মালিক, হোস্টিং দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় Alexa এছাড়া বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের Rank কত তা দেখায় SEO'  কাজে
অ্যালেক্সা বহুল ব্যবহৃত হয়ে থাকে ওয়েব বিশেষজ্ঞদের মতে, অ্যালেক্সা Ranking- যদি কোনো সাইট প্রথম 1,00,000-এর মধ্যে না থাকে, তাহলে যে রিপোর্ট দেখায়, তা প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে

Alexa তে রেজিস্টার করে আপনার সাইটের তথ্য দিলে এরপর থেকে অ্যালেক্সাতে আপনার সাইটের Ranking দেখাবে Alexa এর Ranking যদি আপনার সাইট ১ম এক লক্ষ সাইটের মধ্যে না থাকে তাহলে র Alexa  আপনার সাইটের যে Ranking দেখাবে তা সঠিক নয়ধরুন Alexa তে আপনার সাইটের  Rank 2,14,554 নাম্বার তাহলে বুঝতে হবে এটা সঠিক নয় কারন এটা 1,00,000 এর ভিতরে নেই
1,00,000 ভিতরে থাকলে মোটামুটি একটা সঠিক Ranking  দিতে পারে Alexa Ranking আসলে তাদের টুলবার (Alexa Toolbar) যারা ব্যবহার করে তাদের ভিজিটের উপর ভিত্তি করে করা হয়ে থাকেআপনি একটা ওয়েবসাইট খুললেন লক্ষ লক্ষ ভিজিটরও আপনার সাইট ভিজিট করে কিন্তু যারা ভিজিট করে তাদের কেউ যদি অ্যালেক্সা টুলবার ব্যবহার না করে তাহলে আপনি কোন Ranking পাবেননা,পেলেও হয়ত / লক্ষ হবে আপনার Ranking অপরদিকে আপনার সাইটের মাত্র যদি কয়েক হাজার ভিজিটর থাকে আর তারা সবাই যদি অ্যালেক্সার টুলবার ব্যবহারকারী হন তাহলে একমাসের মধ্যেই দেখবেন আপনার সাইটের Ranking শতকের ঘরে এসে গেছে
ধরুন আপনার একটা সাইট আছে,দিনে হয়ত কয়েকশবার ভিজিট হয় এবং অ্যালেক্সাতে Ranking মনে করেন দুই লক্ষের ঘরেএখন আপনি আপনার ১৫/২০ জন বন্ধুকে (যারা নেট ব্যবহার করে)বললেন যে বন্ধু তোরা তোদের ব্রাউজারে দয়া করে অ্যালেক্সা টুলবারটি ইনস্টল করে নে আর প্রতিদিন আমার সাইটে /১০ বার করে ঢুকবিব্যস অ্যালেক্সার কেল্লা ফতে (দুর্গ বিজয়)এবার দেখবেন একমাসেই আপনার Ranking  দুইলক্ষ থেকে হয়ত দুই হাজারে চলে আসছেএজন্য বিভিন্ন পত্র পত্রিকা,বিখ্যাত ব্লগ,ফোরামের অ্যালেক্সা Ranking এত বেশি কারন এসব একেকটা সাইটর পিছনে যদি ১০/১২ জন লোক নিযোগ দেয়া থাকে হতে পারে তারা কনটেন্ট লেখক,ওয়েব ডেভেলপার,ডিজাইনার বা যেকোন কিছু অর্থ্যাৎ এই সাইট নিয়ে তাদের সবসময় পরে থাকতে হয় এদেরকে বলাই থাকে আপনার সবাই অ্যালেক্সা টুলবার ব্যবহার করবেনএদেরকে হয়ত দিনে সংশ্লিষ্ট সাইটে দিনে ৬০/৭০ বার ঢুকতে হয়
টুলবার ছাড়া সাইটে ঢুকলেও অ্যালেক্সা সেটা গগনা করে তাবে সেটার প্রভাব খুব অল্প।