>>যে বিষয় গুলো না থাকলেই নয়ঃ
*আপনাকে ইংলিশ এ ভাল দক্ষতা থাকতে হবে কারন Client দের সাথে ইংলিশ এ কথা বলতে হবে এবং ভাল ইংলিশ জানা না থাকলে অনেক সময় কাজ বুঝতেও সমস্যা হতে পারে।
* টাইপ এ ভাল দক্ষ হতে হবে।
* মাইক্রোসফট ওয়ার্ড -এক্সেল এর হাল্কা পাতলা কাজ জানতে হবে।
* skype তে অ্যাকাউন্ট থাকতে হবে কারন client রা বেশিরভাগ সময়ে skype তে যোগাযোগ করতে পছন্দ করে।
* কম্পিউটার ও ভাল ইন্টারনেট স্পীড থাকতে হবে।
* ইন্টারনেট সম্পর্কে ধারনা থাকতে হবে।
* Local
Bank এ অ্যাকাউন্ট থাকতে হবে যারা online currency সাপোর্ট করে যেমন: DBBL.
* Online
Bank এ অ্যাকাউন্ট থাকতে হবে (কিভাবে খুলবেন বিস্তারিত আমার এই Blog এ পাবেন পরবরতী Post এ)
* আর আপনার আগ্রহ এবং ধৈর্য থাকতে হবে এই ২টা সবচেয়ে বেশি জরুরি ।
* কাজের উপর নির্ভর করে দৈনিক সময় দেয়ার মত সময় থাকতে হবে আপনার কাছে।
>>কাজ শুরু করার আগে কিছু অনুরধ করব কাজ এর বেপারে:
- প্রথমে ভেবে নিবেন আপনি কি কাজ করবেন এবং কোন কাজ টি করতে বেশি পছন্দ করেন।
- www.freelancer.com বা www.odesk.com এ আপনি হাজারো রকমের কাজ পাবেন সেখান থেকে আপনার পছন্দের কাজ বেছে সিদ্দান্ত নিবেন আপনি এরকম জাতিও কাজ গুলো করবেন ।
- ধরুন আপনি ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং , সফটওয়্যার বানানো সহ আর হরেক রকম কাজ পারেন কিন্তু তাই বলে কি আপনি ফ্রীলান্সার এ জয়েন করে সব কিছু তে বিড করা শুরু করবেন? না, দয়া করে এই কাজ টি কখনই করবেন না । কাজ করার আগে নিজেকে প্রস্তুত করুন । আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন , যে কাজ করতে আপনার ভালো লাগে সেই ধরনের project এই আপনি বিড করবেন । তবে আপনি যদি পারেন তবে করতে পারেন এতে কোন বাধা নেই।
- অনেক ধরনের কাজ করতে যাবেন না বা অনেক দিকে পা বাড়াবেন না, আপনি একটি কাজ করুন এবং সেই কাজের উপর হয়ে যান সুপার ডুপার এক্সপার্ট ।
- যে কাজ টি করবেন সেই কাজের সম্পর্কে ভালভাবে দক্ষতা অর্জন করে নিবেন যদি আপনি কিছুই না পারেন।
>>এখন যে জিনিসগুলো মনে রাখবেন তা নিচে লিখালামঃ
- যখন বিড করবেন তখন এমন ভাব দেখাবেন যেন আপনি সেই বিষয়ে মহান এক্সপার্ট । বার বার please বলবেন না। নিজেকে একজন এক্সপার্ট হিসেবে বায়ার এর সামনে তুলে ধরবেন। কারন আনএক্সপার্টদের কেও কাজ দিবে না।
- যে কাজ পারবেন না তাতে বিড না করাই ভালো । কারন আপনি যদি কাজ টি ঠিক মত শেষ করতে না পারেন । তাহলে ক্লায়েন্ট আপনাকে Bad Review দিতে পারে । আর Bad Review অথবা Incomplete
Project যদি আপনার প্রোফাইল এ যোগ হয়ে যায় তখন আর কাজ পাওয়া অসম্ভব হয়ে যাবে ।
- ধরুন কোন কাজের কিছু অংশ পারছেন আর বাকি অংশ পারছেন না সেক্ষেত্রে আমাদের গ্রুপ এর সাহায্য নিন, গুগল এ সার্চ করুন অথবা সেই বিষয়ে এক্সপার্ট কার সাহায্য নিতে পারেন।
- আপনি যখন কোন প্রোজেক্ট বিজয়ি হবেন এবং সেই কাজ টি accept করলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রোজেক্ট ফী বাবদ $5 ডলার কেটে নিবে( freelancer.com) এটা ওদের চার্জ । তবে আপনার বিড এর পরিমান যতই বাড়বে প্রোজেক্ট ফি ও বারবে। কিন্তাতু কত % কাটবে? সেটার হিসেব আমি বের করতে পারি নি। তবে উপায় বের করেছি। কম কম বিড করবেন কিন্তু বায়ার কে মেসেজ এ আপনার আসল রেট টা জানিয়ে দিবেন। এই গুপন ত্রিক্স তা আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। এটাই নয় ধরুন আপনি ২০০ ডলার এর একটি কাজ জিতলেন বিড করলেন ৩০, তারপর শেষ করলেন, টাঁকা অ্যাকাউন্ট এ জমা হল। তারপর বায়ার আবার “Additional Payment” দিলে চার্জ খুব ই কম কাটবে । তাই বাজেট দেখে বিড করবেন। সর্বনিম্ন বিড ৩০ ডলার। আর ২৫০-৭৫০ ডলার এর প্রোজেক্ট এ বিড দেখে শুনে করবেন সেখানে সর্বনিম্ন বাজেট ২৫০ তাই ২৫০ বিড করলে>বিড বিজয়ি হলে>প্রোজেক্ট গ্রহন করলে অ্যাকাউন্ট থেকে ২৫ ডলার ইনস্ট্যান্ট প্রোজেক্ট ফী কেটে নিবে।
- কোন কাজ পাবার আগেই ক্লায়েন্ট এর সাথে পেমেন্ট মেথড সম্পর্কে কথা বলে নিন। আপনি দ্বিধাই আছেন কাজ করব বায়ার যদি পেমেন্ট না দেয়?? তাই “Milestone
payment” ছাড়া কোন কাজে হাত দিবেন না। যদি বায়ার “Milestone
payment” দিতে না চায় তাহলে সেই কাজ করবেন না। তবে আরেকটি পদ্দতি অবলম্বন করতে পারেন তা হল পুরো পেমেন্ট কে ৩ ভাগ করে কাজের ৩৩% সম্পূর্ণ হলে ৩৩% পেমেন্ট এই সিস্টেম এ করতে পারেন এতে যদি বায়ার পেমেন্ট নাও দেই আপনার খুব বেশি লস হবে না। আর আপনার ও অভিজ্ঞতা হবে।
- প্রোজেক্ট ছাড়া কোন direct পেমেন্ট freelancer.com এ নিবেন না এতে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে।
- কাজ শেষ এবং পেমেন্ট পাওয়ার পর বায়ার কে review দিতে বলবেন কারন অনেকেই ভুলে যায়। আপনিও আপনার বায়ার কে দিবেন নাহলে আপনার review শো করবে না আপনার প্রোফাইল এ।
- আপনার ফ্রীলাঞ্চার অ্যাকাউন্ট থেকে প্রথম বার টাকা অনলাইন কোন ব্যাংক অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে ১৫ দিন সময় নিবে। এরপর থেকে Highest ৭ দিন সময় লাগবে। প্রথমবারের পর সব উইথড্রো করবেন রবিবারের আগে। ট্রান্সফার জমা হবে সোম-মঙল বারে। যদি আপনি সোম বারেও ট্রান্সফার রিকোয়েস্ট দেন তবুও সেটা সোম-মঙল বারে জমা হবে।
- আপনার ফ্রীলাঞ্চার অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট কখনোই সাইবার ক্যাফে বা পাবলিক পিসি বা দোকান থেকে বা কোন বন্ধুর বাসা থেকে লগিন করবেন না কারন কম্পিউটার এ কি-লগার থাকতে পারে বা মজিলাতে অটো লগিন পাসওয়ার্ড সেভ থাকে। যা বের করা সহজ। যদি বিপদে পরে লগিন করতেই হই তবে পিসি এর “installed software” এ যেয়ে দেখে নিন কোন কি-লগার আছে কিনা যদি থাকে আনইন্সটল করে দিবেন এবং কাজ শেষে মজিলা থেকে menu>option>security>saved
password থেকে আপনার পাসওয়ার্ড যদি থাকে তা ক্লিয়ার করে বের হয়ে আসুন তানা হলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।
- সবসময় সততার সাথে কাজ করবেন।
- আপনি অনেক বিড করেছেন কিন্তু কোন কাজ পেলেন না তারপরেও কাজ ছেড়ে দিবেন না। হতাশ হবেন না। কাজ আপনি পাবেনই। ইনশাল্লাহ।
অনেক সময় দেখবেন আপনি যেই কাজ টি করতে ছাইতেছেন সেখানে অনেক বেশি বেশি review ওয়ালারা বিড করে ফেলেছে তাই আপনি বিড করতেই ভয় পাচ্ছেন কারন আপনার review নেই কিংবা ২/১ টি review । এই কথা টি কখনই মাথাতে আনবেন না। আপনি যদি কাজ টা পারেন তাহলে বিড অবশ্যই করবেন এবং বায়ার কে কাজ দেখিয়ে তাদের সামনে দিয়ে কাজ টি ছিনিয়ে নিবেন। এরকম দৃঢ় প্রত্যয়ই নিয়েই কাজে নামতে হবে যে কোন কিছুই আমাকে আটকাতে পারবে না।