আজ আপনাদের freelancing সম্পর্কে / টি কথা বলব। প্রথমে বলে নেই আমি কোন freelancing expert নই।ফ্রীলাঞ্ছিং নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। Freelancing এর জগতে যারা একেবারে নতুন তাদের জন্য আমার এই পোস্ট টি অনেক কাজে আসতে পারে। Freelancing  অ্যাকাউন্ট খোলা/ প্রোফাইল সাজানো থেকে শুরু করে হাতে টাকা পাওয়া পর্যন্ত এখানে আলোচনা করা হবে। এই নোটটির ৭৫% আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং বাকি ২৫% বিভিন্ন freelancing ব্লগ এর
পোস্ট থেকে সংকলিত ভাবে লিখা হয়েছে যেন নতুন ফ্রীলাঞ্ছাররা এসব বেপারে মাথা ঘামিয়ে সময় নষ্ট না করে প্রথম দিন থেকেই কাজে নামতে পারেন। তাড়াতাড়ি সফল হতে পারেন।

>>আসলে  Freelancing জিনিস টা কি?

  Freelancing হচ্ছে কার অধীনে না থেকে কাজ করা। অর্থাৎ নিজের ইচ্ছে মত কাজ করা কিন্তু তারপরেও আপনাকে আপনার Client এর কথা শুনতে হয় কারন তার কথা মত কাজ না করলে আপনি টাকা পাবেন না। Freelancing এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখান থেকে টাকা অনেক বেশি পাওয়া যায়। মনে করুন আপনার একটি সফটওয়্যার দরকার এবং আপনি থাকেন কানাডাতে এখন আপনি যদি এই কাজ টি আপনার দেশের কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মাধ্যমে করান তাহলে সে চার্জ করবে ৫০০০-৭০০০ ডলার কিন্তু এই কাজ টি যদি আপনি বাংলাদেশের কাও কে দিয়ে করান তাহলে ৭০০-১৫০০ লার এর মদ্ধেই কাজ টি খুশি মনে করাতে পারবেন। কারন সব দেশের জীবন যাত্রা সমান নয় আর আমাদের দেশে অন্যান্য দেশের তুলনাই ব্যায়বহুল নয়। আপনি থাকেন কানাডাতে কিন্তু আপনি সেই বাংলাদেশের মানুষটিকে পাবনে কোথায়এইখানেই Freelancing সাইট গুলোর আসল কাজ যেমন freelancer.com, vworker.com, odesk.com , elance.com etc বড় বড় Freelancing সাইট গুলো সবার কাছেই নিরভর যোগ্য।ফ্রীলান্সার ওয়েবসাইট গুলো Client এবং ফ্রীলান্সার এর মদ্ধে পরিচয় ঘটিতে থাকে। ফ্রীলান্সার ওয়েবসাইট গুলোতে Client রা কাজ পোস্ট করে আর আমরা যারা ফ্রীলান্সার তারা বিড করে কাজ পেয়ে থাকি। বিড হল কাজের জন্য আবেদন করা। টেন্ডার এর মত। বাংলাদেশেও একটি ফ্রীলান্সার ওয়েবসাইট খোলা হয়েছে দেখতে পারেন deshiworker.com
তবে অ্যাকাউন্ট খুলে বিড করলেই যে আপনি কাজ পাবেন তা না। কাজ পাবার জন্য প্রয়োজন হয় Review এর

>>Review কি

       Review মানে হল পর্যালোচনা, আপনি কোন কাজ করার পর যার কাজ আপনি করেছেন সে আপনার প্রতি এবং আপনার কাজের উপর মন্তব্ব/comments করবে যা আপনার external প্রোফাইল থাকবে অন্য client রা দেখতে পারবে। কিন্তু আপনি কাজ না করলে review পাবেন কি করে? Client রা Review না থাকলে কাজ দিতে চাই না। কারন Review না থাকা মানে আপনি একদম নতুন অবং তার কাছে আপনি অদক্ষ আর কোন Client চাইবে না তার কাজটি একজন অদক্ষ মানুশ করুক (তার কাছে আপনি অদক্ষ্‌,, হতে পারেন আপনি দক্ষ কিন্তু সে কি করে বুঝবে?? বুঝবে যার যত বেশি Review সে তত বেশি দক্ষ ) তাই প্রথম দিকে আপনাকে কষ্ট করতে হবে কোন ভাবে / টি কাজ করে review নিতে পারলেই পরবর্তীতে কাজ পেতে তেমন অসুবিধা হয় না। তারাতারি review পেতে আপনি কম Rate কাজ বিড করতে পারেন। কাজের একটা স্যাম্পল পাঠাতে পারেন বিড করার সময় তাহলে client বুঝবে আপনি কাজ টা পারবেন। তাই কাজটি আপনাকে দিবে যদি তার মনপুত হয় কাজের স্যাম্পল কাজ পেতে ৯৯% সাহায্য করে। অনেক সময় Client পেমেন্ট দেয়ার পর Review দিতে ভুলে যায় এরকম অবস্থায় আপনার Client কে মেসেজ দিবেন Review দিতে। কিন্তু অনেকেই এই review এর অভাবেই কাজ পায়না এবং হতাশ হয়ে ফ্রীলান্সিং ছেড়ে দেয় এই কাজ টি করবেন না। চেষ্টা করে যান সাফল্য আসবেই এরকম অনেকেই আছে / মাস বিড করে কাজ পাই নি কিন্তু এখন মাসে লাখ টাকা উপার্জন করেন

ভালো লাগলে Comment করবেন।___Admin

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন