Html কি: 
HTML মূলত Web Page তৈরি করতে কাজে লাগে।আপনারা হয়ত অনেকেই BlogspotSite খুলেছেন কিন্তু মনের মত Design করতে পারছেন না। HTML সম্পর্কে যদি আপনার Knowledge থাকে তাহলে আপনি আপনার সাইটটি কে সুন্দরভাবে সাজাতে পারবেন। আর যারা SEO করেন তাদের Onpage বা Offpage SEO করার জন্য HTML জানা অতি জরুরি। আমি আনাদের সামনে এখন Basic HTML সম্পর্কে কিছু আলোচনা করব।

Alexa Internet ( Alexa Internet):

www.alexa.com   সাইটটি ক্যালিফোর্নিয়ার আমাজন সাইটের একটি সাবসিডিয়ারি সাইট এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইটের সম্পর্কে তথ্য পাওয়া যায় এই ওয়েব ইনফরমেশন কোম্পানি থেকে আরো জানা যায় ওয়েব ট্রাফিক সম্পর্কে রিপোর্ট ওয়েবসাইটের মালিক, হোস্টিং দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় Alexa এছাড়া বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের Rank কত তা দেখায় SEO'  কাজে