Html কি: 
HTML মূলত Web Page তৈরি করতে কাজে লাগে।আপনারা হয়ত অনেকেই BlogspotSite খুলেছেন কিন্তু মনের মত Design করতে পারছেন না। HTML সম্পর্কে যদি আপনার Knowledge থাকে তাহলে আপনি আপনার সাইটটি কে সুন্দরভাবে সাজাতে পারবেন। আর যারা SEO করেন তাদের Onpage বা Offpage SEO করার জন্য HTML জানা অতি জরুরি। আমি আনাদের সামনে এখন Basic HTML সম্পর্কে কিছু আলোচনা করব।


HTML Tag: 

আমরা html code এর মধ্যে কিছু চিহ্ন দেখতে পাই । যেমন: <> এবং </> । 
এগুলোকে বলাহয় HTML Tag। এই tag গুলোএই ভাবে ব্যবহৃত হয়: 
<b>………….</b>  প্রথমটা (<>) হল Tag start এবং শেষেরটা (</>) হল tag end.
প্রাথমিক ভাবে আমরা লিখার জন্য Notepad ব্যাবহার করে থাকি।
সংক্ষেপে নিচে কিছু ব্যবহার উল্লেখ করলাম:
১। লেখাকে Bold করতে হলে লিখতে হবে <b> I am Partho</b>
২। লেখাকে Italic করতে হলে লিখতে হবে <i> I am Partho</i>
৩। লেখাকে Underline করতে হলে লিখতে হবে <u> I am Partho</u>
৪। লেখাকে Bold italic and underline করতে হলে লিখতে হবে
   <b><i><u> I am Partho</u></i><b/>
৫। <head> My Site </head> দ্বারা web page এর Heading বুঝায়।
   আর যেকোন page এর শুরু হয় <html> দিয়ে এবং শেষ হয় </html>দিয়ে।
   <body>………</body> এবং দ্বারা page এর body বুঝায়।
যেমন:
<html>

<head>
Information Technology
</head>

<body>
You can get here all kind of help of Information Technology
</body>

</html>

৬। <title>……..</title> ট্যাগ টি Web page এর title দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
যেমন:
<title>
Information Technology
</title>
৭। Page এ কোন Link দিতে হলে <a href=” ”>……</a> ট্যাগ ব্যাবহার করা হয়:
      <a href="http://www.facebook.com">facebook</a>
   কোন Text কে  hyperlink করার জন্যও এই tag  ব্যাহার করা হয়।
 
৮। Text alignment দিতে চাইলে নিজচর code লিখতে হয়। এই ট্যাগ দিয়ে হেডিং দেয়া যায়।
      <h1 align=”center”> Hi Welcome To My Site </h1>

৯। বড় প্যারা লিখতে চাইলে <p>….</p> tag  ব্যাহার করা হয়।
      <p align=”right”> Want to get knowledge?</p>

১০। Page Line Break করতে চাইলে <br> tag use তবে এই ট্যাগ এর কোন Closing Tagনেই।

১১। লেখা Color করতে চাইলে নিচের Code ব্যবহার করতে হয়
         <font face=”Veranda, Arial” size=”5” Color =”#00d059”> This text Is </font>

Practice করার জন্যে Notepad Open করুন। Notepad এ গুলি লিখুন । লেখা হয়ে গেলে File>Save as> এ Click করুন । এবার File Name Box এ একটা নাম দিয়ে .html  লিখুন এবার Save করুন।
যেমন: mysite.html   
Save করা হয়ে গেলে কোনা Browser দিয়ে Open করুন।
Important Note:
ইংরেজী এর ছোট বা বড় হাতের লেখাতে HTML এর কোন পরিবর্তন হয় না।


আমার এই Post টি Pdf আকারে Download করতে চাইলে এখানে করুন।

৩টি মন্তব্য:

  1. I Want to know more information. Plz Write more about HTML. I am From Bangladesh . My IWebsite is about IT .

    উত্তরমুছুন
  2. I am sabuj biswas from Jessore, Bangladesh. Sir, i like your site.Freelancing is the best opportunity for developing Bangladesh.I know that you are a great Trainer for freelancing of MEDS IT Jessore branch.

    current news

    উত্তরমুছুন