What is Blog: Blog কি? 

ব্লগ শব্দটি ইংরেজি Blog শব্দ, এর বাংলা অর্থ হল এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার (Blogger) বলার হয়। Blogger রা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স (Freelance) সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক Blogger রা এটি নিয়মিত আপডেট করেন।



বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়। অন্যগুলো আরেকটু বেশিমাত্রায় ব্যক্তিগত পর্যায়ের । একটা নিয়মমাফিক ব্লগ লেখা, ছবি, অন্য ব্লগ, webpage আর এবিষয়ের অন্য মাধ্যমের লিংকের (Backlink) এর সমাহার/সমষ্টি। পাঠকদের মিথষ্ক্রিয়াময় ছাঁচে মন্তব্য করার সুবিধে-রাখা বেশিরভাগ ব্লগের একটা গুরুত্বপূর্ণ দিক। প্রায় ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প ( Art Blog), ছবি (Photo Blog), ভিডিও (Video Blog), সঙ্গীত (MP3 Blog) আর অডিওর (Podcasting) এর ওপর। Microblogging-ও আরেকধরনের ব্লগিং, ওটায় খুব ছোট ছোট পোস্ট থাকে। ডিসেম্বর, ২০০৭-এর হিসেবে, ব্লগ খোঁজার ইঞ্জিন technorati প্রায় এগারো কোটি বার লাখেরও বেশি ব্লগের হদিশ পেয়েছে।

Blogging Platform:

সমস্ত ওয়েবসাইট এবং ব্লগিং এপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে Google এর Blogger, Wordpress, Technorati, Blog dotcom, Hope Blog, ইত্যাদি অন্যতম।
Post টি Downlod করতে নিচের Link Click করুন। 


২টি মন্তব্য:

  1. Thank you for your valuable post. You can also visit my blog site named BD Mobile Guide . It is about all Bangladeshi mobile operator's update. I hope you will be benefited from it.

    উত্তরমুছুন
  2. নি-সন্দেহে পোষ্টটি খুবই প্রয়োজনীও ,স্যার, আমি জানতে চায় যে , ব্লগ এর ধারন ক্ষমতা কত জি বি অথবা এমবি.

    উত্তরমুছুন