যারা  Social Bookmarking এর কাজ করেন তাদের কাছে Bookmarking Site এর list থাকা অত্যন্ত জরুরী। তাই আমি আপনাদের জন্যে এই Site list Collect করে Share করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। Site List টি PDF আকারে আছে। Dowbload করতে নিচের Link এ Click করুন।


What is Blog: Blog কি? 

ব্লগ শব্দটি ইংরেজি Blog শব্দ, এর বাংলা অর্থ হল এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার (Blogger) বলার হয়। Blogger রা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স (Freelance) সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক Blogger রা এটি নিয়মিত আপডেট করেন।